শুক্রবার, ১৬ সেপ্টেম্বর, ২০১৬

উওরায় বিপুল অস্ত্র উদ্ধারের পর বোমা তৈরির সরঞ্জাম উদ্দার

মোঃসাখাওয়াত হোসেন
স্টাফ রিপোর্টারঃ আমার বাংলা২৪.কম.বিডি ও জাতীয় সাপ্তাহিক শেষ সংবাদ।
তারিখঃ ২৫ জুন ২০১৬।
মোঃসাখাওয়াত হোসেনঃ  রাজধানীর উত্তরা ১৫ নম্বর সেক্টরের ষোলআটি বিরিজ জসিম এর মাছের খামারের পাশ থেকে বিপুল পরিমান গোলাবারুদসহ বোমা তৈরির সরঞ্জাম উদ্দার করেছে তুরাগ থানা পুলিশ ।
শনিবার (২৫ জুন) সকালে এলাকা বাশি পুলিশকে খবর দিলে পুলিশসহ সিভিল ডিফেন্সের ডুবুরিরা, ফায়ার সার্ভিস ও বোম ইস্কটের দল এসে উদ্ধার অভিযান চালায় ।
এতে পাঁচটি ওকিটোকি, দুইটি রিসিবার, দুইটি ক্যাবল সংজক, ৪২টা সুইজ, সবুজ কালারের ২৪০টি সুইজ ও ২২টি ইলেক্টিক আইসি উদ্দার করেছে পুলিশ ।
তুরাগ থানার ওসি অপারেশন অফিসার মোঃ দেলোয়ার হোসেন আমার বাংলা কে জানান, গতকাল রাতে একটি সাদা মাইক্রবাস এই পথ দিয়ে যাওয়ার সময় একটি বেগ ফেলেজায় । সকালে আমাদের কাছে কল আসলে আমার সাথে সাথে সেখানে জাই এবং সব কিছু জব্দ করি । এবিষয় তুরাগ থানায় একটি জিটি করা হয়েছে ।
এর আগে শনিবার (১৮ জুন) বিকেল ১৫ নম্বর সেক্টরের ডিয়াবাড়ি একটি খাল থেকে ১০৮টি চায়নিজ পিস্তল ও হাজার রাউন্ড গুলিসহ বিপুল অস্ত্র উদ্ধার করে পুলিশ । আটটি কালো রঙের ব্যাগে এসব অস্ত্র ও গুলি ছিলো তিনদিন এই অভিযান চলে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন