শুক্রবার, ১৬ সেপ্টেম্বর, ২০১৬

টঙ্গী সরকারী কলেজ ছাএদলের বিক্ষোভ মিছিল

মোঃসাখাওয়াত হোসেন
স্টাফ রিপোর্টারঃ আমার বাংলা২৪.কম.বিডি ও জাতীয় সাপ্তাহিক শেষ সংবাদ।
তারিখঃ ২৫ আগস্ট ২০১৬।
মোঃ সাখাওয়াত হোসেনঃ বাংলাদেশজাতীয়তাবাদী দল (বিএনপিচেয়ারপার্সনবেগম খালেদা জিয়ার  নামে মিথ্যা মামলায় গ্রেফতারী পরোয়ানা জারির প্রতিবাদে গাজীপুরমহানগর ছাএদল  টঙ্গী সরকারীকলেজের ছাএদলের বিক্ষোভ মিছিল পালন করে
বৃহস্পতিবার সকাল ১০টায় থেকে বিক্ষোভমিছিলটি টঙ্গীথানা বিএনপি পার্টি অফিসেরসামনে থেকে শুরু হয়েচেরাগ আলী এলাকায় গিয়ে সংক্ষিপ্ত বক্তিতার মধ্য দিয়ে শেষ হয়
গাজীপুর মহানগর ছাএদল আগামীর নেতৃত্ব মোহাম্মদ আলী এর দিক নির্দেশনায় টঙ্গী সরকারীকলেজ ছাএদলের মেধাবী ছাএনেতা মোমিনুর রহমান (মোমিন মোঃ তারেক আল আজিজ এরনেতৃত্বে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়
বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন টঙ্গী সরকারী কলেজ ছাএদলের মেধাবী ছাএনেতা পারভেজ,মামুন,   শুভদাসহুসেইনকায়কোরাব্বানিসাকিব প্রমুখ সহ আরো অনেকে 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন