মোঃসাখাওয়াত হোসেন
স্টাফ রিপোর্টারঃ আমার বাংলা২৪.কম.বিডি ও জাতীয় সাপ্তাহিক শেষ সংবাদ।
তারিখঃ ১ মে ২০১৬
স্টাফ রিপোর্টারঃ আমার বাংলা২৪.কম.বিডি ও জাতীয় সাপ্তাহিক শেষ সংবাদ।
তারিখঃ ১ মে ২০১৬
মোঃসাখাওয়াত হোসেন:
দুনিয়ার মজদুর এক হও,বাংলার মেহনতি মানুষ এক হও-এই স্লোগানে গাজীপুর জেলার টঈী থানাধীন বড়দেওড়া এলাকার মন্ডল মাকে্টর মাঠে বাংলাদেশ সেন্টার ফর ওয়াকা্স সলিডারিটির আয়োজনে,গাজীপুর জেলা যুবলীগের সিনিয়র সহসভাপতি ও আল্টা ডাইং এন্ড ওয়াশিং এর চেয়ারম্যান জনাব মোঃসোলেমান হায়দারের সাবি্ক সহযোগীতায় এবং গাজীপুর মহানগর ছাএলীগের সহসভাপতি মোঃরাজীব হায়দার সাদিমের উদ্দে্গে রা্লী,মিলাদ মাহফিল,সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।
গতকাল সকাল ৯ ঘটিকায় মে দিবসের রা্লীটি বড়দেওড়া-মিত্তিবাড়ি এলাকা প্রদক্ষিন করে বড়দেওড়ার মন্ডলমাকে্টে গিয়ে শেষ হয়। রা্লীর পড়পড়েই মোঃরাজীব হায়দার সাদিমের উদ্দে্গে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। মিলাদ মাহফিলে গাজীপুর জেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি জনাব মোঃসোলেমান হায়দার ও গাজীপুর মহানগর ছাএলীগের সহসভাপতি মোঃরাজীব হায়দার সাদিম শ্রমিক বৃন্দদের উদ্দেশে্ বিশেষ বক্তিতা রাখেন । এছাড়াও গাজীপুরের মাটি ও মানষের নেতা জনাব এডভোকেট আজমতউল্লা খান মে দিবসের সাথে একমত প্রেষন করায় আন্তরিকভাবে ধন্যবাদ জানান গাজীপুর মহানগর ছাএলীগের সহসভাপতি মোঃরাজীব হায়দার সাদিম।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন