শুক্রবার, ১৬ সেপ্টেম্বর, ২০১৬

আদর্শ সমাজ গঠনই আমার স্বপ্নঃ রাজ্জাক মেম্বার

মোঃসাখাওয়াত হোসেন
স্টাফ রিপোর্টারঃ আমার বাংলা২৪.কম.বিডি ও জাতীয় সাপ্তাহিক শেষ সংবাদ।
তারিখঃ ২২ আগস্ট ২০১৬।

মোঃসাখাওয়াত হোসেনঃ আদর্শ সমাজ গঠনই একমাএ স্বপ্ন বলে জানান তুরাগ থানা হরিরামপুর ইউনিয়ন আওয়ামীলীগের ২য় বারে নিবার্চিত সভাপতি মোঃআব্দুর রাজ্জাক (মেম্বার)।
আমার বাংলা২৪.কম.বিডির সাথে একান্ত সাক্ষাতকারে তুরাগ থানা হরিরামপুর ইউনিয়নের মাটি ও মানুষের নেতা মোঃআব্দুর রাজ্জাক (মেম্বার)এ কথা বলেন। এলাকার উন্নয়ন,জঙ্গিবাদ,সন্ত্রাস,চাঁদাবাজ মুক্ত আদর্শ সমাজ গঠনের মহাপরিকল্পনা রয়েছে প্রবীন এই রাজনীতিবিদের। তরুণ প্রজম্নকে সমাজ গঠনের হাতিয়ার স্বরুপ বলে মনে করেন এবং তরুণদের নিয়েই তিনি সমাজ গঠনে অঙ্গিকারবদ্ধ।
রাজ্জাক মেম্বার  ভবিষ্যতে কাউন্সিলর কেন্ডিডেট হওয়ার আশা প্রকাশ করেন। ভবিষ্যতে কাউন্সিলর হলে তিনি তুরাগ থানা হরিরামপুর ইউনিয়নের ভঙ্গুর রাস্তাঘাট মেরামত সহ নতুন রাস্তা তৈরি, জলাবদ্বতা ও পয়নিষ্কাশনের জন্য ড্রেনের ব্যবস্থা করা,এলাকার সাধারণ মানুষের সন্তানদের জন্য শিক্ষারদ্বার উনুক্ত করা,আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করা,ইভটিজিংসহ নারী উক্তত্যকারীদের প্রতিহিত করা,এলাকার মানুষের উন্নত চিকিৎসার জন্য স্তাস্থ্য কমপ্লেক্স তৈরি করা। চুরি,ডাকাতি,চিনতাই, সন্ত্রাস,চাদাবাজি ইত্যাদি এলাকা থেকে নির্মূল করা। জাতীর কর্ণধার হিসেবে জঙ্গিবাদ ধ্বংশ করা এবং যুব সমাজকে মাদকের করাল গ্রাস থেকে মুক্ত করা সহ এলাকার চাহিদা মোতাবেক বিভিন্ন সামাজিক সমাধানে সচেষ্ট থাকবেন বলে আশাবাদ ব্যক্ত করেন প্রবীন এই রাজনীতিবিদ।
রাজ্জাক মেম্বারের কাছ থেকে রাজনীতিক পরিচয় জানতে চাইলে তিনি বলেন,  তুরাগ থানার হরিরামপুর ইউনিয়নের  মাটি ও মানুষের নেতা,  বীর মুক্তিযোদ্ধা  মোঃ আবুল হাসেম চেয়ারম্যানের হাত ধরে  রাজনীতি জীবনের পথচলা । দীর্ঘ ৩যুগ ধরে রাজনীতির সাথে জড়িত আছেন প্রবীন এই রাজনীতিবিদ । ১৯৫৫ সালের প্রহেলা ফেব্রুয়ারি মৃত মমতাজ উদ্দিনের ঘর আলো করে জম্ন নেন প্রবীন এই রাজনীতিবিদ। তিনি ইন্টারমিডিয়েট পযর্ন্ত পড়াশুনা করেন। ছাএজীবনে তিনি ছাএ ইউনিয়নের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন। এছাড়াও তিনি মাননীয় সংসদ সদস্য এডভোকেট সাহারা খাতুনের খুব ঘনিষ্ঠ আস্হাভাজন ব্যক্তি।
রাজ্জাক মেম্বার রাজনীতি জীবনের বিশেষ মুহুর্তের কথা বলতে গিয়ে বলেন, ১৯৯১ সালে(আনুমানিক)বতর্মান প্রধানমন্ত্রী জননেএী শেখ হাসিনার কামার পাড়া স্কুল এন্ড কলেজ মাঠে আগমন উপলক্ষে জনসভা পরিচালনার দায়িত্ব পালন করেন।
রাজ্জাক মেম্বার রাজনীতি জীবনের শুরুতে হরিরামপুর ইউনিয়নের মানুষের ভালোবাসা ও আন্তরিকতায় প্রথমে ১৯৭৩ সালে এবং ২য় বার ১৯৭৭ সালে (দুইবার)হরিরামপুর ইউনিয়নের মেম্বার নির্বাচিত হন।
রাজ্জাক মেম্বার নিজের সমাজসেবামূলক কর্মকাণ্ডের কথা বলতে গিয়ে বলেন, রাজনীতি জীবনের সূচনা লগ্ন থেকেই বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের উন্নয়ন কাজে নিয়োজিত আসেন। তার মধ্যে উল্লেখযোগ্য নয়ানগরন নেছারিয়া ইসলামিয়া মাদ্ররাসার সেক্রেটারি হিসাবে ২০ বছর যাবত, নয়ানগর রফিক প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সেক্রেটারি। এছাড়াও প্রতিষ্ঠালগ্ন থেকে হরিরামপুর সাংস্কৃতিক সংসদের শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক, নয়ানগরন মাদ্রাসা,মসজিদ,কবরস্থান এবং ঈদগাহ এর সার্বিক উন্নয়ন, হরিরামপুর ইউনিয়নের রাস্তাঘাটের উন্নয়নে সম্পৃক্ত ও নয়ানগরন নেছারিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি, কামার পাড়া স্কুল এন্ড কলেজের ম্যানেজিং কমিটির সদস্য কয়েকবার এবং কামার পাড়া কবরস্থান উন্নয়ন কমিটির সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। রাজনীতি ও সমাজসেবার পাশাপাশি তিনি “রাজ্জাক প্যাকেজিং এন্ড এক্সেসরিজ লিমিটেড’’ এর ব্যবসা পরিচালনা করেন।
রাজ্জাক মেম্বার, মাননীয় সংসদ সদস্য এডভোকেট সাহারা খাতুনের একান্ত সহযোগীতায় বর্তমানে নিজ উদ্দ্যেগে জনগনের সেবা ও রাস্তাঘাটের উন্নয়ন করেন। সম্প্রীতি মাননীয় সংসদ সদস্য ও ঢাকা ওয়াশার সহযোগীতায় তুরাগ থানা হরিরামপুর ইউনিয়ন জনগনের খাবার পানির স্বল্পতা  দূরীকরণের জন্য উওরা ১০নং সেক্টরে (ভাটুলিয়া গ্রামে) পানির পাম্প স্থাপন করেন। এছাড়াও তিনি বর্তমানে সংসদ সদস্য এর সহযোগীতায় স্কুল, মাদ্রাসা, মসজিদ ও বিভিন্ন সমাজসেবামুলক প্রতিষ্ঠানে আর্থিক অনুদান দিয়ে থাকেন।
রাজ্জাক মেম্বার হরিরামপুর ইউনিয়নের সভাপতি হিসাবে জঙ্গিবাদ বিরোধী কমিটি গঠন করেন। জঙ্গিবাদে সম্পৃক্ত ও পৃষ্ঠপোষকদের অশনি সংকেত দেন। শোকাবহ আগষ্ঠ মাসের কর্মসূচি কথা বলতে গিয়ে বলেন,আগামী ২৮শে আগষ্ঠ ২০১৬ উনার নিজ উদ্দেগ্যে এক আলোচনা সভা,মিলাদ মাহফিল ও তবারক বিতরণ করবেন।
রাজ্জাক মেম্বার সম্প্রীতি গুলশান হলি আর্টিজেন রেস্তোরাঁ  ও শোলাকিয়ার জঙ্গী হামলার তীব্র নিন্দা জানান। বতর্মান প্রধানমন্ত্রী জননেএী শেখ হাসিনার হাতধরে ডিজিটাল বাংলাদেশ গড়ার রুপকল্প সফলতার সাথে অগ্রসর হচ্ছে বলে মনে করেন প্রবীন এই রাজনীতিবিদ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন