শুক্রবার, ১৬ সেপ্টেম্বর, ২০১৬

জনগণের সেবা করাই আমার একমাত্র লক্ষ্যঃ মহিবুল হাসান

মোঃসাখাওয়াত হোসেন
স্টাফ রিপোর্টারঃ আমার বাংলা২৪.কম.বিডি ও জাতীয় সাপ্তাহিক শেষ সংবাদ।
তারিখঃ ৬ আগস্ট ২০১৬।
মোঃসাখাওয়াত হোসেনঃ মানুষের সেবা করাই আমার একমাত্র লক্ষ্য বলে জানান তুরাগ থানা আওয়ামীযুবলীগের সিনিয়র যুগ্ন আহ্বায়ক (ঢাকা মহানগর উওর) মোঃ মহিবুল হাসান  ।
আমার বাংলার২৪.কম.বিডি সাথে একান্ত সাহ্মাতকারে  তিনি এ কথা বলেন । দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার মহাপরিকল্পনা রয়েছে। বরেণ্য এই রাজনীতিবিদের স্বপ্ন, লক্ষ্য ও উদ্দেশ্যের একমাত্র ব্রত হচ্ছে জনগণের সেবা করা।
ম-হাসান বলেন, জনগণ চাইলে ও অনুপ্রাণিত করলে ভবিষ্যতে কমিশনার কেন্ডিডেট হবেন তিনি । জননেত্রী শেখ হাসিনা ও তার সুযোগ্য সন্তান (মাননীয় প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগপ্রযুক্তি উপদেষ্টা) সজীব ওয়াজেদ জয়ের হাত ধরে ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়ন করতে চান তিনি । ডিজিটাল বাংলাদেশ গড়ার যে স্বপ্ন তার বাধা হিসেবে জঙ্গীবাদের উৎথান তা কখনই সফল হতে দিবেন না তিনি ।
ম-হাসানের রাজনীতিক পরিচয় জানতে চাইলে তিনি বলেন, নব্বইদশক থেকে ছাত্ররাজনীতির সাথে জড়িত ছিলেন বর্তমানে যুবলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত । ওপেন ইউনিভার্সিটি থেকে স্নাতক(সম্মান)সম্পন্ন করেন তিনি । ১৯৮৪ সালের প্রহেলা জানুয়ারি ঢাকার অদূরে তুরাগ থানার হরিরামপুর ইউনিয়ন নয়ানগর গ্রামে জম্নগ্রহন করেন । তিনি তুরাগ থানার হরিরামপুর ইউনিয়নের মাটি ও মানুষের নেতা, বীর মুক্তিযোদ্ধা  মোঃ আবুল হাসেম চেয়ারম্যানের সুযোগ্য সন্তান । বাবার অনুপ্রেরণা পেয়ে এবং বঙ্গবন্ধুর আদর্শে বুকেনিয়ে  বাংলাদেশ আওয়ামিলীগের রাজনীতিতে আসেন ।
রাজনীতিজীবনের স্মিৃতিচারনা করতে গিয়ে ম-হাসান হরিরামপুর ইউনিয়নের বৃহৎর ৬নং ওয়ার্ড এর প্রথম রাজনৈতিকসম্মেলনের কথা বলেন । ছাত্রজীবনে তিনি হরিরামপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ছাএলীগের সেকেটারি ছিলেন । বরেণ্য এই রাজনীতিবিদ সমাজসেবামূলক প্রতিষ্ঠান Lions International এর সদস্য। রাজনীতি ও সমাজসেবার পাশাপাশি ঠিকাদারি ও বাবার ব্যবসা দেখাশুনা করেন।
ম-হাসান নিজের সফলতার কথা বলেন, ২০০৬ সালে তুরাগ থানা আওয়ামীযুবলীগ প্রতিষ্ঠা করা হলেও দীর্ঘদিন ওয়ার্ড কমিটি গঠন  হয়নি । তিনি তুরাগ থানা  আওয়ামীযুবলীগের সিনিয়র যুগ্ন আহ্বায়ক হওয়ার পর(২০১২ সালে) হরিরামপুরের প্রত্যেকটা গ্রামে ঘুরে ঘুরে ওয়ার্ড কমিটি গঠন করেন । ওয়ার্ড কমিটি গঠন করা ছাড়াও সার্বিক ভাবে সহযোগীতা করা, পরিচ্ছন্ন, সৎ, সাহসীদের রাজনীতিতে সম্পৃক্ত করতে সক্ষম হন ।
ম-হাসান নিজের ব্যর্থতার কথা বলতে গিয়ে উল্লেখ করেন যে মাননীয় সংসদ সদস্যকে তুরাগ থানা হরিরামপুর ইউনিয়নের উন্নয়নমূলক কাজ, রাস্তাঘাট সংস্কারের বিষয়ে অবগত করতে ব্যর্থ হওয়ার ধরুনই আজকে হরিরামপুর ইউনিয়নের রাস্তাঘাটের এই বেহাল দশা।
তুরাগ থানা  হরিরামপুর বাসীকে সুখবরের কথা বলতে গিয়ে ম-হাসান বলেন, তুরাগ থানা হরিরামপুর ইউনিয়ন ঢাকা সিটিতে(উওর)সম্পৃক্ত হওয়ার ৬০% কাজ সম্পন্ন হয়েছে যা পত্র-পত্রিকায় ও বিভিন্ন মিডিয়ায় প্রচার হয়েছে। এতে করে তুরাথানা  হরিরামপুর ইউনিয়নের উন্নয়নে সংসদ সদস্যদের ওপর তেমন একটা নির্ভর হতে হবে না। সিটি করপোরেশন একটি স্বয়ং সম্পূর্ণ প্রতিষ্ঠান হওয়ায় তুরাগ থানা হরিরামপুর ইউনিয়নবাসীর ড্রেনেজ,পয়নিষ্কাশন ব্যবস্থা,রাস্তাঘাটসহ সব কিছুই উন্নত হবে। এক কথায় ঢাকা সিটির(উওর)আদর্শ একটি থানা হবে ।
ম-হাসান আরও বলেন, বর্তমান সরকার রাজনীতিতে নবীনদের মূল্যায়ন করার প্রেক্ষিতে নবীনদের উদ্যমতা, কর্মদক্ষতা, শক্তিতেই নবীন-প্রবীন মিলেই দেশ এগুচ্ছে । নবীন-প্রবীন রাজনীতিবিদের মধ্যে কোন দ্বন্ধ নেই বলে মনে করেন বরেণ্য এই রাজনীতিবিদ।
তরুনদের নিয়ে ভাবনার কথা বলতে গিয়ে ম-হাসান বলেন, তরুনরা মরনবেধি নেশায় আসক্ত, এছাড়াও অতীতে জঙ্গী হওয়ার প্রবণতা মাদ্রাসার ছাএদের মধ্যে সীমাবদ্ধ থাকলেও বর্তমান সময়ে উচ্চশিক্ষায় শিক্ষিত তরুনরা ও বিওবানের সন্তানরা জঙ্গী তৎপরতায় লিপ্ত হওয়ায় বর্তমান তরুন সমাজ আজ হুমকির মুখে।
এছাড়াও সম্প্রতি গুলশানে হলি আর্টিজেন রেস্তোরাঁ ও শোলাকিয়ায় জঙ্গী হামলার তীব্র নিন্দা জানান বরেণ্য এই রাজনীতিবিদ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন