মোঃসাখাওয়াত হোসেন
সিনিয়র স্টাফ রিপোর্টারঃ আমার বাংলা২৪.কম.বিডি ও স্টাফ রিপোর্টারঃ জাতীয় সাপ্তাহিক শেষ সংবাদ।
তারিখঃ ১০ই মার্চ ২০১৭।
সিনিয়র স্টাফ রিপোর্টারঃ আমার বাংলা২৪.কম.বিডি ও স্টাফ রিপোর্টারঃ জাতীয় সাপ্তাহিক শেষ সংবাদ।
তারিখঃ ১০ই মার্চ ২০১৭।
মোঃ সাখাওয়াত হোসেনঃ রাজধানী উত্তরায় তুরাগে হিজড়া উন্নয়ন সংস্থার উদ্দ্যেগে হিজরাদের মান উন্নয়নের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ বিকাল ৫ ঘটিকায় কামারপাড়া শাপলার মোড়ে হিজড়া উন্নয়ন সংস্থার নিজ কার্যালয়ে উক্ত কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
প্রধান অথিতি ছিলেন মোঃ এস এ খালেক এ.এস.পি স্পেশাল ব্রাঞ্চ, বিশেষ অতিথি ছিলেন মোঃ এম ডি হালিম সাধারণ সম্পাদক তুরাগ থানা আওয়ামীলীগ, এতে হিজড়া উন্নয়ন সংস্থার চেয়ারম্যান হাজী কচি বেগমের সভাপত্বিত করেন।
উক্ত কর্মশালায় সমাজের নিপড়ীত দরিদ্র অসহায় হিজড়াদের মাঝে বই,খাতা,চক,সিলেট বিতরণ করা হয়। প্রধান অথিতির বক্তব্যে মোঃ এস এ খালেক বলেন, পবিত্র কুরআনে বলা হয়েছে ‘‘পড় তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন’’।তিনি আরও বলেন, মানবতাবোধ জাতি – ধর্ম – বর্ণ – শত্রু – মিত্র – সম্মান -অসম্মান – ধনী – গরীব – ভাল – মন্দ – স্বার্থ কোনটার ই মুখাপেক্ষী নয় …ভাল – মন্দ , ঠিক – বেঠিক এসব কে মানুষ আপেক্ষিক বলে উড়িয়ে দেয় কিন্তু সার্বজনীন বলে একটা কথা আছে … কারো মন্দ করে বা কারো অমঙ্গল করে যে ভাল ঘটা তা তো স্বার্থে ঘেরা … সেই স্বার্থপরতার কথা মানবতার আওতায় আসতে পারে না …স্বার্থ ভুলে অন্যের কষ্ট কে নিজের কষ্ট ভেবে নিপীড়িত মানুষ এর পাশে গিয়ে তাদের কে সাহায্য করতে পারার নামই মানবতা …প্রতিটা মানুষ কে মানবতার দৃষ্টি দিয়ে দেখতে পারা, ভালবাসতে পারা , সম্মান করতে পারা , সুখে দুঃখে সাহায্য করতে পারা, সততার সাথে নিরপেক্ষ ভাবে ন্যায় করতে পারা, অন্যায় কে প্রতিহত করতে পারা -শুনতে এবং বলতে সহজ কিন্তু বাস্তব জীবনে তার প্রয়োগ কঠিন থেকে কঠিনতর যা কে আয়ত্ত করতে হয় অধ্যবসায় দিয়ে, মানবতাবোধ থেকে যে যার অবস্থান থেকে আর্ত নিপীড়িত জনের যথাসম্ভব উপকারে আসার জন্য ই আমরা সমাজের দরিদ্র হিজড়াদের মাঝে বই,খাতা,চক,সিলেট বিতরণ করেছি।
অনুষ্ঠানের সার্বিক পরিচালনায় ছিলেন শেষ সংবাদ পত্রিকার সম্পাদক মোঃ আশরাফ হোসেন ডালী । উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হিজড়া উন্নয়ন সংস্থার নেতৃবৃন্দ ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন