মোঃসাখাওয়াত হোসেন
স্টাফ রিপোর্টারঃ আমার বাংলা২৪.কম.বিডি ও জাতীয় সাপ্তাহিক শেষ সংবাদ।
তারিখঃ ১১ই নভেম্বর ২০১৬।
স্টাফ রিপোর্টারঃ আমার বাংলা২৪.কম.বিডি ও জাতীয় সাপ্তাহিক শেষ সংবাদ।
তারিখঃ ১১ই নভেম্বর ২০১৬।
মোঃ সাখাওয়াত হোসেনঃ মানুষের জন্য সেবা করার আহ্বান জানান কবি কাজী রোজী, এমপি, (সদস্য,লাইব্রেরি কমিটি, বাংলাদেশ জাতীয় সংসদ)। মানুষের জন্য ভালোবাসা ফাউন্ডেশনের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকীর প্রধান অতিথির বক্তিতায় তিনি একথা বলেন।
শুক্রবার বিকাল ৪ ঘটিকায় বিশ্ব সাহিত্য কেন্দ্রে সেচ্ছাসেবী ও মানবিক সংগঠন মানুষের জন্য ভালোবাসা ফাউন্ডেশন পথ শিশুদের জীবন মান উন্নয়নে আমদের করণীয় শীর্ষক আলোচনা তিনি এ মন্তব্য করেন।
আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন, পীরজাদা শহীদুল হারুন(অতিরিক্ত সচিব,অর্থ মন্ত্রণালয়,গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার), প্রাকৃতজ সামিম রুমি টিটন (বিশিষ্ট লেখক,গায়ক,সুরকার, গীতিকার,কবি ও গবেষক), আলহাজ্বা সাদিকুর রহমান বকুল (প্রকাশক ও সম্পাদক দৈনিক আজকের নতুন খবর), সৈয়দা নাসিমা হায়দার রউফ (মহিলা বিষয়ক সম্পাদক,বাংলাদেশ আওয়ামী ওলামালীগ,কেন্দ্রীয় কমিটি), দেলয়ার হোসেন সওদাগর (বিশিষ্ট শিল্পপতি,চেয়ারম্যান জয় গ্রুপ), এ্যাড.মোহাম্মদ সাঈদুল হক সাঈদ (চেয়ারম্যান ও নির্বাহি পরিচালক,হিউমান রাইটস রিভিউ সোসাইটি), রবিন আহম্মেদ (সিইও,আরিয়ান গ্রুপ), হাজী মোঃ মিজানুর রহমান মুন্না (পরিচালক হজ্ব ও ওমরা-মিজান এয়ার ইন্টারঃএম আলী ইন্টারঃ ট্রাভেলস্), মোঃ আল নুমান (আউটরিচ এডুকেশন কনসালটেন্সি), মোঃ আশরাফ হোসেন ডালী (সম্পাদক জাতীয় সাপ্তাহিক শেষ সংবাদ), মোঃ আলমগীর কবির প্রমুখ (নির্বাহী সদস্য,বৃহওর ময়মনসিংহ সিএন্ডএফ এমপ্লোয়ীজ ফোরা্ম,ঢাকা)।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আবুল কালাম আজাদ (সাধারণ সম্পাদক,বৃহওর ময়মনসিংহ সিএন্ডএফ এমপ্লোয়ীজ ফোরাম)। অনুষ্ঠানের সার্বিক পরিচালনায় ছিলেন মোঃ মুরাদউজ্জামান (প্রতিষ্ঠাতা সভাপতি, মানুষের জন্য ভালোবাসা ফাউন্ডেশন)। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন মোঃ রাসেল মিয়া (ব্যবস্থাপনা সম্পাদক,দৈনিক আজকের প্রভাত)।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মানুষের জন্য ভালোবাসা ফাউন্ডেশনের ভক্ত অনুরাগীসহ প্রিন্ট,ইলেক্টনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দু।
মানুষের জন্য ভালোবাসা ফাউন্ডেশনের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে উপস্থিত সকলকে নিয়ে কেক কাটেন মানুষের জন্য ভালোবাসা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ মুরাদউজ্জামান । কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন অনুষ্ঠানের সভাপতি আবুল কালাম আজাদ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন