মোঃসাখাওয়াত হোসেন
সিনিয়র স্টাফ রিপোর্টারঃ আমার বাংলা২৪.কম.বিডি ও স্টাফ রিপোর্টারঃ জাতীয় সাপ্তাহিক শেষ সংবাদ।
তারিখঃ২৯শে জানুয়ারি ২০১৭।
মোঃ সাখাওয়াত হোসেনঃ বি.জি. ক্লাবে বাইকাররা ভ্রমণ করে ঢাকায় ফিরেছে । ঢাকা টু বাংলাবান্ধা গত ২১শে জানুয়ারি সকাল ৭.৩০টায় বি.জি. ক্লাবের (বাইকার জেনারেশন) সদস্যগন ঢাকার উত্তরা থেকে পঞ্চগড়ের বাংলাবান্ধা “জিরো পয়েন্ট” পর্যন্ত বাইক ভ্রমণ করে। পঞ্চগড়ের বাংলাবান্ধা যাওয়ার পথে প্রথমদিন বগুড়ায় দুপুর ২.০০টায় যাত্রাবিরতি নেয় বি.জি. ক্লাবের সদস্যগন । যাত্রাবিরতিতে তারা বগুড়ার ঐতিহাসিক মহস্থানগড় ভ্রমণ করে। ২২শে জানুয়ারি সকাল ১১.০০টায় পঞ্চগড়ের উদ্দেশ্যে রওনা হয়ে বিকাল ৫.০০টায় পঞ্চগড়ে গিয়ে আবার যাত্রাবিরতি নেয়। ২৩শে জানুয়ারি যাত্রাবিরতিতে পঞ্চগড়ের ঐতিহাসিক রাজা পিত্তিলালের দিঘী ও ইন্ডিয়ার বর্ডার ঘুরে দেখে। সকাল ১১.০০ টায় তারা তেতুলিয়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। বি.জি. ক্লাবের সদস্যগন তেতুলিয়ায় গিয়ে পৌছে বিখ্যাত তেতুল গাছতলাসহ দেশের একমাত্র অর্গানিক চা বাগান প্রর্দশন করে ও অর্গানিক চা পান করে দেখেন। ২৩শে জানুয়ারি দুপুর ৩.০০টায় বি.জি. ক্লাবের সদস্যগন তাদের কাঙ্ক্ষিত গন্তব্য বাংলাবান্ধার “জিরো পয়েন্টে” গিয়ে পৌছে। ভ্রমণের স্মৃতি স্বরূপ বাংলাবান্ধাসহ পূর্ববর্তী সকল স্থানে মোবাইল ও ক্যামেরায় দর্শনীয় স্থানের ছবি তোলে। ওইদিন দুপুরেই বাংলাবান্ধা থেকে রওনা হয়ে পঞ্চগড় শহরে দুপুরের মধ্যাহ্ন ভোজ বিরতি নিয়ে আবার দিনাজপুরের উদ্দেশ্যে রওনা হয়ে রাত ৮.৩০ দিনাজপুরে পৌছে। ২৪ জানুয়ারি সকালে দিনাজপুরের বিখ্যাত কান্তজীর মন্দিরসহ নয়াআবাদ জামে মসজিদ ঘুরে দেখে ও মসজিদে যোহরের নামাজ পড়ে বিজি ক্লাবের সদস্যগন ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। পথে তারা দুপুরের খাবার ও চা বিরতি নেয় বগুরাতে এবং রাত ১১টায় তারা তাদের প্রায় ১১০০ কিলোমিটার বাইক ভ্রমন শেষে ঢাকা এসে পৌছায়।
২০১৬ সালের ১৬ই ডিসেম্বর রাজধানী ঢাকার অদূরে উত্তরায় বাইক ভ্রমণ পিপাশু একজাঁক তরুণের হাত ধরে বি.জি. ক্লাবের (বাইকার জেনারেশন) প্রতিষ্ঠা হয়। ইতিপূর্বে বি.জি. ক্লাব মোটরবাইকে টেকনাফ, রাঙ্গামাটি, খাগড়াছড়ির সাজেকভ্যালি সহ বাংলাদেশের বিভিন্ন ঐইতিহাসিক জায়গা ভ্রমণ করে।
ক্লাবের ইভেন্ট অর্গানাইজার মোঃ আশাদুর রহমান বলেন, ভবিষ্যতে বি.জি. ক্লাব বাইকের মাধ্যমে সারা বাংলাদেশে ভ্রমণ করতে চান এবং টাকা খরচ করে বিদেশ না গিয়ে সবাইকে সুন্দর এই বাংলাদেশ ঘুরে দেখার জন্য আহবান জানাতে চান। এছাড়াও ক্লাবের সদস্যগন ভবিষ্যতে সমাজসেবামূলক কাজ করার জন্য পরিকল্পনার কথা বলেন।
মি.রহমান বলেন, বাইকপ্রেমী যে কেউ এই ক্লাবের সদস্য হতে চাইলে ক্লাবের কিছু শর্তাবলী মেনে সদস্য হতে পারবে। বি.জি. ক্লাবের সদস্যগনের মধ্যে রয়েছেন সভাপতি রাজু হাওলাদার, সহ-সভাপতি শাকিল আহমেদ, ফটোগ্রাফার শরিফুল ইসলাম সজিব। অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছে শহীদ,বাবু, উল্লাশ, অনিক, মানিক, তুষার, শাকিল, মাহী, রাসেল, মেহেদি, সাব্বির, ফয়সাল। যাদের সবাই ঢাকা টু বাংলাবান্ধায় বাইকের মাধ্যমে ভ্রমণ করে এসেছেন।
ভ্রমণের সার্বিক সহযোগীতা ও দিকনির্দেশনা দেওয়ায় পঞ্চগড়ের বড়ভাই কেফায়েত উল্লাস বুলবুল ভাইকে বি.জি. ক্লাবের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানায়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন