শনিবার, ১০ জুন, ২০১৭

বাঙালি একদিন বিশ্বকে নেতৃত্ব দিবে


মোঃ সাখাওয়াত হোসেন
সিনিয়র স্টাফ রিপোর্টারঃ আমার বাংলা২৪.কম.বিডি ও স্টাফ রিপোর্টারঃ জাতীয় সাপ্তাহিক শেষ সংবাদ।
তারিখঃ ০৯ই জুন ২০১৭।

মোঃ সাখাওয়াত হোসেনঃ শোষণ নীপিড়নের হাতে থেকে বাঙালিকে বঙ্গবন্ধু রক্ষা করেছিল। তলাবিহীন ঝুড়ি থেকে তাঁরই সুযোগ্য কন্যা শেখ হাসিনা টেনে তুলে ধরায় বাংলাদেশ আজ মধ্যম আয়ের দেশ হতে সময় মাত্র। বিশ্বের দরবারে বাংলাদেশ উন্নয়নের রোল মডেল হিসেবে মর্যাদা অর্জনের পাশাপাশি বাঙালি বংশদ্ভুত মেয়েরাও বিশ্ব নেতৃত্বে নিজেদের তুলে ধরতে সক্ষম হয়েছে।
শুক্রবার (৯ জুন) বেলা সাড়ে ১১টার সময় রাজধানীর শিশুকল্যাণ পরিষদ মিলনায়তে বাংলাদেশ নাগরিক সেবা আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এমনটাই মন্তব্য করেন বাংলাদেশ অনলাইন অ্যাক্টিভিষ্ট ফোরাম (বোয়াফ) সভাপতি কবীর চৌধুরী তন্ময়। কবীর চৌধুরী তন্ময় বলেন, শেখ হাসিনার উন্নয়ন যখন দেশের তৃণমূল মানুষের দৌড় গোড়ায় পৌছে যাচ্ছে, যখন বিশ্বের দরবারে শেখ হাসিনা ও বাংলাদেশের ভাবমূর্তি উজ্জল হচ্ছে; তখন একটি মহল ধর্মীয় সম্প্রীতি নষ্ট করার ষড়যন্ত্র করছে। পাবর্ত্য চট্টগ্রামে পরিকল্পিতভাবে লংগদুতে পাহাড়িদের বাড়ি-ঘরে অগ্নী সংযোগ ও অত্যাচার চালিয়েছে। বিশ্বে বাঙালিদের মাঝে বন্ধুত্ব ও ধর্মীয় সম্প্রীতির অনৈক্যের মিথ্যা তথ্য প্রচার-প্রকাশের মাধ্যমে শেখ হাসিনাকে বিতর্কিত করার অপচেষ্ঠা করছে যা আমাদের সবাইকে সচেতন হতে হবে, প্রতিহত করতে হবে।
বঙ্গবন্ধুর নাতি টিউলিপ রেজওয়ানা সিদ্দিকির প্রশংসা করে তিঁনি আরও বলেন, আজ ব্রিটিশ পার্লামেন্ট নির্বাচনে তিন বাংলাদেশি বংশোদ্ভূত রুশনারা আলী, রূপা হক-এর মত নারীরাও বাঙালি ও বাংলাদেশের মর্যাদা উচ্চ শিখরে নিয়ে গেছে। বিশ্বকে নেতৃত্ব দিতে তাঁরা হাটি-হাটি পা-পা করে এগিয়ে যাচ্ছে। সেইদিন আর বেশি দূরে নয়; যেদিন বাঙালি বিশ্বকে জয় করে একদিন এই বিশ্বকেই নেতৃত্ব দিবে। আর তাই যতই ষড়যন্ত্র করা হোক, বঙ্গবন্ধু’র বাংলাদেশ আর শেখ হাসিনার আদর্শে অনুপ্রাণীত নতুন প্রজন্মকে কেউ ধ্বংস করতে পারবে না।
ধর্মীয় সম্প্রীতি নষ্ট, সামাজিক অত্যাচার নির্যাতন আর মৌলবাদি অপশক্তির অপসংস্কৃতি প্রতিরোধ গড়তে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে বলেও আহ্বান জানান অনুষ্ঠানের প্রধান অতিথি কবীর চৌধুরী তন্ময়। সংগঠনের সভাপতি শাহ আলম স¤্রাটের সভাপতিত্বে বিশেষ অতিথি হিবেসে বক্তব্য রাখেন সুপ্রিম কোর্টের আইনজীবী এসএম নজরুল ইসলাম, বিশিষ্ট্য ব্যবসায়িক আবু সাইদ দেওয়ান, বোয়াফ প্রচার ও প্রকাশনা সম্পাদক রফিকুল ইসলাম রাকিবসহ অন্যান্য নেতৃবৃন্দ।

রোট্যার‍্যাক্ট ক্লাব অফ তিলোত্তমা স্পন্দনের বার্ষিক ক্লাব পিকনিক শৈশব ২০১৭ অনুষ্ঠিত


মোঃ সাখাওয়াত হোসেন
সিনিয়র স্টাফ রিপোর্টারঃ আমার বাংলা২৪.কম.বিডি ও স্টাফ রিপোর্টারঃ জাতীয় সাপ্তাহিক শেষ সংবাদ।
তারিখঃ ০৭ই এপ্রিল ২০১৭।

মোঃসাখাওয়াত হোসেনঃ গত ৭ই এপ্রিল রোজ শুক্রবার রোট্যারেক্ট ক্লাব অব তিলোত্তমা স্পন্দনের বার্ষিক ক্লাব পিকনিক শৈশব ২০১৭ অনুষ্ঠিত হয় নারায়ণগঞ্জের সোনারগাঁ ও পানাম নগরে।
শুক্রবার সকাল ৭ ঘটিকায় পিকনিকের প্রোগ্রাম চেয়ারম্যান মোঃ আবু-বক্কর সিদ্দিকের নেতৃর্তে (প্রেসিডেন্ট ইলেক্ট ২০১৭-১৮-রোট্যার‍্যাক্ট ক্লাব অফ তিলোত্তমা স্পন্দন)ক্লাবের সকল সদস্যদের নিয়ে নারায়ণগঞ্জের সোনারগাঁ ও পানাম নগরে রওনা হয় । ক্লাবের সকল সদস্য ছাড়াও উক্ত পিকনিকে যোগদান করে নর্থ বেঙ্গল ক্লাবের সদস্য বিন্দু।
সকাল ১০ ঘটিকায় সোনারগাঁও গিয়ে পৌছে পিকনিকের বাস। সোনারগাঁয়ে অবস্থিত লোক শিল্প জাদুঘরে প্রদর্শিত বিভিন্ন প্রাচীন স্থাপনা ঘুরে দেখা ছাড়াও একজন লালন ফকীরের গান শুনে ক্লাবের সদস্যবিন্দু।দুপুর ১২টার মধ্যে সোনারগাঁও ঘুরা শেষ করে দুপুর ২টা পর্যন্তনামাযের ও মধ্যান্হ ভোজের বিরতি  দেয়।
নামাযের ও মধ্যান্হ ভোজের বিরতি আগেই ক্লাবের পিকনিক এসে যোগদান করে  রোট্যার‍্যাক্ট ক্লাব অফ তিলোত্তমা স্পন্দনের স্পন্সর ক্লাব রোটারী ক্লাব অফ ঢাকা তিলোত্তমার প্রেসিডেন্ট মেজবাহ উদ্দিন রিপন স্যার ও তার পরিবারবর্গ।এছাড়াও পিকনিকে যোগদান করেঢাকা ক্লাবের আইপিপি মাহবুব হোসেন সিকদার।
নামাযের ও মধ্যান্হ ভোজের বিরতির পরে পানাম নগর ঘুরে দেখে পিকনিকে আগত সকল সদস্য বিন্দু। পানাম নগর ঘুরে দেখার পর শেষ বিকালে আগত সকল সদস্যবিন্দুদের উদ্দেশ্যে ক্লাব পিকনিকের মাধ্যমে বন্ধন অটুট হওয়ার আশা ব্যক্ত করেন পিকনিকের প্রোগ্রাম চেয়ারম্যান মোঃ আবু-বক্কর সিদ্দিক। প্রোগ্রাম চেয়ারম্যানকে ধন্যবাদ জানিয়ে সংহ্মিপ্ত বক্তিতা নিয়ে আসেন উক্ত ক্লাবের স্পন্সর ক্লাব রোটারী ক্লাব অফ ঢাকা তিলোত্তমার প্রেসিডেন্ট মেজবাহ উদ্দিন রিপন স্যার।উক্ত পিকনিকে রিপন স্যারের আগমনের জন্য রোট্যার‍্যাক্ট ক্লাব অফ তিলোত্তমা স্পন্দনের পহ্ম থেকে রিপন স্যার ও তার পরিবারবর্গকে স্মৃতিস্বরুপ গিফট সামগ্রী তুলে দেয় ক্লাবের সদস্যবিন্দু।পিকনিকে আগত ঢাকা ক্লাবের আইপিপি মাহবুব হোসেন সিকদারের উক্তদিন জম্নদিন হওয়ায় তাকেও স্মৃতিস্বরুপ গিফট সামগ্রী তুলে দেয় আরলিএ্যাক্ট ক্লাব অফ ঢাকা তিলোত্তমার প্রেসিডেন্ট ইসরাত জাহান রিয়া।
উক্ত পিকনিক সাফল্য মন্ডিত করায় সকল সদস্যবিন্দুসহ প্রোগ্রাম চেয়ারম্যানকে ধন্যবাদ জানায় রোট্যার‍্যাক্ট ক্লাব অফ তিলোত্তমা স্পন্দনের চার্টাড প্রেসিডেন্ট রবিউল ইসলাম রবিন ও বর্তমান প্রেসিডেন্ট হাসিব আহমেদ নেসার।
প্রোগ্রাম চেয়ারম্যান মোঃ আবু-বক্কর সিদ্দিক(প্রেসিডেন্ট ইলেক্ট ২০১৭-১৮)পিকনিক আগত সকল সদস্যবিন্দুকে পিকনিক সফল করায় ধন্যবাদ জানিয়ে পিকনিক সমাপ্ত ঘোষণা করেন।

তুরাগে যথাযোগ্য মর্যাদায় শিশু দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮ তম জন্মদিন পালিত !


মোঃসাখাওয়াত হোসেন
সিনিয়র স্টাফ রিপোর্টারঃ আমার বাংলা২৪.কম.বিডি ও স্টাফ রিপোর্টারঃ জাতীয় সাপ্তাহিক শেষ সংবাদ।
তারিখঃ১৭ই মার্চ ২০১৭।

মোঃ সাখাওয়াত হোসেনঃ তুরাগে যথাযোগ্য মর্যাদার মধ্যে দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে ১৭ই মার্চ শুক্রবার বিকেলে এ্যাড, সাহারা খাতুন, এম.পি সৌজন্যে তুরাগ থানা আওয়ামী লীগের ও সাধারণ সম্পাদক এম ডি হালিম, ব্রাইট মডেল স্কুল এন্ড কলেজ মাঠে দোয়া ও মিলাদ আয়োজন করে।

সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন এম ডি হালিমসহ আওয়ামী লীগের নেতাকর্মীরা । অনুষ্ঠানে আরও উপস্থিত চিলেন, ছাত্রলীগ সভাপতি মো ফারুক, সাবেক ৯নং ওয়াড আওয়ামী লীগের সভাপতি রতন কুমার, আহ্মেদ আলী, হজরত আলী, হায়দার মাহামুদ প্রমুখসহ নেতাকর্মী ।

সূত্রঃhttp://amarbangla24.com.bd/2017/03/%E0%A6%A4%E0%A7%81%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%97%E0%A7%87-%E0%A6%AF%E0%A6%A5%E0%A6%BE%E0%A6%AF%E0%A7%8B%E0%A6%97%E0%A7%8D%E0%A6%AF-%E0%A6%AE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%A6%E0%A6%BE%E0%A7%9F/

তুরাগে হিজড়াদের মান উন্নয়নের কর্মশালা অনুষ্ঠিত


মোঃসাখাওয়াত হোসেন
সিনিয়র স্টাফ রিপোর্টারঃ আমার বাংলা২৪.কম.বিডি ও স্টাফ রিপোর্টারঃ জাতীয় সাপ্তাহিক শেষ সংবাদ।
তারিখঃ ১০ই মার্চ ২০১৭।
মোঃ সাখাওয়াত হোসেনঃ রাজধানী উত্তরায় তুরাগে হিজড়া উন্নয়ন সংস্থার উদ্দ্যেগে হিজরাদের মান উন্নয়নের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ বিকাল ৫ ঘটিকায় কামারপাড়া শাপলার মোড়ে হিজড়া উন্নয়ন সংস্থার নিজ কার্যালয়ে উক্ত কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
প্রধান অথিতি ছিলেন মোঃ এস এ খালেক এ.এস.পি স্পেশাল ব্রাঞ্চ,  বিশেষ অতিথি ছিলেন মোঃ এম ডি হালিম সাধারণ সম্পাদক তুরাগ থানা আওয়ামীলীগ, এতে হিজড়া উন্নয়ন সংস্থার চেয়ারম্যান হাজী কচি বেগমের সভাপত্বিত করেন।
উক্ত কর্মশালায় সমাজের নিপড়ীত দরিদ্র অসহায় হিজড়াদের মাঝে বই,খাতা,চক,সিলেট বিতরণ করা হয়। প্রধান অথিতির বক্তব্যে মোঃ এস এ খালেক বলেন, পবিত্র কুরআনে বলা হয়েছে ‘‘পড় তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন’’।তিনি আরও বলেন, মানবতাবোধ জাতি – ধর্ম – বর্ণ – শত্রু – মিত্র – সম্মান -অসম্মান – ধনী – গরীব – ভাল – মন্দ – স্বার্থ কোনটার ই মুখাপেক্ষী নয় …ভাল – মন্দ , ঠিক – বেঠিক এসব কে মানুষ আপেক্ষিক বলে উড়িয়ে দেয় কিন্তু সার্বজনীন বলে একটা কথা আছে … কারো মন্দ করে বা কারো অমঙ্গল করে যে ভাল ঘটা তা তো স্বার্থে ঘেরা … সেই স্বার্থপরতার কথা মানবতার আওতায় আসতে পারে না …স্বার্থ ভুলে অন্যের কষ্ট কে নিজের কষ্ট ভেবে নিপীড়িত মানুষ এর পাশে গিয়ে তাদের কে সাহায্য করতে পারার নামই মানবতা …প্রতিটা মানুষ কে মানবতার দৃষ্টি দিয়ে দেখতে পারা, ভালবাসতে পারা , সম্মান করতে পারা , সুখে দুঃখে সাহায্য করতে পারা, সততার সাথে নিরপেক্ষ ভাবে ন্যায় করতে পারা, অন্যায় কে প্রতিহত করতে পারা -শুনতে এবং বলতে সহজ কিন্তু বাস্তব জীবনে তার প্রয়োগ কঠিন থেকে কঠিনতর যা কে আয়ত্ত করতে হয় অধ্যবসায় দিয়ে, মানবতাবোধ থেকে যে যার অবস্থান থেকে আর্ত নিপীড়িত জনের যথাসম্ভব উপকারে আসার জন্য ই আমরা সমাজের  দরিদ্র হিজড়াদের মাঝে বই,খাতা,চক,সিলেট বিতরণ করেছি।
অনুষ্ঠানের সার্বিক পরিচালনায় ছিলেন শেষ সংবাদ পত্রিকার সম্পাদক মোঃ আশরাফ হোসেন ডালী । উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হিজড়া উন্নয়ন সংস্থার নেতৃবৃন্দ ।

বঙ্গবন্ধু কন্যার প্রতি কুমিল্লাবাসীর খোলা চিঠি


মোঃসাখাওয়াত হোসেন
সিনিয়র স্টাফ রিপোর্টারঃ আমার বাংলা২৪.কম.বিডি ও স্টাফ রিপোর্টারঃ জাতীয় সাপ্তাহিক শেষ সংবাদ।
তারিখঃ ২৩শে ফেব্রুয়ারি ২০১৭।

মোঃ সাখাওয়াত হোসেনঃ বঙ্গবন্ধু কন্যাকে কুমিল্লাবাসীর খোলা চিঠি দিয়েছেন কুমিল্লা নাগরিক ঐক্য পরিষদ । আজ এক প্রেসরিলিজের মাধ্যমে তার যা লিখেছেন তা পুরটাই দেয়া হল ।
প্রিয় বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা।
খোলা চিঠির শুরুতেই ভাষার শহীদদের প্রতি জানাচ্ছি শ্রদ্ধাঞ্জলি। শ্রদ্ধা জানাচ্ছি সর্বকালের মহামানব জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র প্রতি। বিনম্র শ্রদ্ধার সাথে স্মরণ করছি শেখ রাসেলসহ ৭৫’এ শহীদ হওয়া আপনার পরিবারের অন্যান্য সদস্যেদের। এবং একই সাথে কৃতজ্ঞচিত্তে শ্রদ্ধা জানাচ্ছি মহান মুক্তিযুদ্ধে শহীদ হওয়া ৩০ লাখ তাজা নওজোয়ান ও ২ লাখ সম্ভ্রব বিনাশের নারী মুক্তিযোদ্ধাদেরও।
প্রিয় শেখ হাসিনা। বাঙালি ও বাংলাদেশের তরুণ প্রজন্ম কৃতজ্ঞচিত্তে ইতিহাসের পাতায় চিরস্মরণীয় করে রাখবে আপনার নেতৃত্ব ও নেতার বলিষ্ঠ ভূমিকায় বাংলাদেশকে বিশ্বের মাঝে আজ একটি সম্মানের জায়গায় পৌঁছে দিয়েছেন বলে। মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করে পাকিস্তানী ভাবধারায় পরিচালিত বিএনপি-জামায়াতের সেই ধ্বংসস্তুপ থেকে বাঙালি জাতিকে আবারও ৭১-এর চেতনায় অসাম্প্রদায়িক মুল্যবোধে ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত গণতান্ত্রিক প্রক্রিয়া বাংলাদেশকে তার সত্বায় ফিরিয়ে নেওয়ার জন্য আমরা চিরকৃতজ্ঞ।
আমরা জানি, বিশ্বাস করি- শুধু দেশের একজন প্রধানমন্ত্রীর পক্ষেই সম্ভব নয়। সম্ভব হয়েছে আপনি জাতির জনক বঙ্গবন্ধু’র কন্যা বলেই। আমরা এও বিশ্বাস করি, মা-মাটি-বাংলাদেশকে আপনিও ঠিক বঙ্গবন্ধু’র মতই ভালোবাসেন এবং বাঙালি জাতির উন্নয়ন-সম্মান সমুন্নত রাখতে বদ্ধপরিকর।
প্রিয় নেত্রী। আমরা অবলোকন করেছি, আপনি আজকে যাহা ভাবেন শুধু আগামীকালই নয়; পৃথিবীবাসী কবে তা ভাববে আপনার ভাবনার প্রতিফলন দেখে চিন্তা করে। আর তাই, শুধু বাংলাদেশেই নয়; সারা বিশ্বায়নে আপনার বলিষ্ট নেতৃত্ব আর দৃঢ়-চেতনায় আমরা যেমন গর্বিত, তেমনি বিশ্ব নেতৃবৃন্দও আপনাকে আজ দৃষ্টান্ত রেখে এগিয়ে যাচ্ছে।
জাতির ঘৃণ্যব্যক্তি বর্বর-খুনী মোস্তাকের জন্য আপনি যেমন ব্যথিত, তেমনি আমরা কুমিল্লাবাসীও লজ্জিত। কুমিল্লাবাসীর প্রতিরোধের মাঝেও নর্দমারকীট খুনী মোস্তাকের মরদেহ কুমিল্লা জেলায় দাফন করেছে। বিতর্কিত করেছে কুমিল্লার মানুষকে। কলঙ্কিত করেছে কুমিল্লার মাটিকে। এতদ্বা সত্বেও ইতিহাসকে মুছে ফেলা কঠিন। তাই কলঙ্কিত ইতিহাসকে বয়কট করে সুন্দর ও আগামীর প্রজন্মের জন্য আমাদের আলোর পথে এগিয়ে যেতে হবে। যেভাবে এগিয়ে গিয়েছিলো ফেড়াউনের বাড়ীতে মুসা।
প্রিয় বঙ্গবন্ধু কন্যা। কুমিল্লা বিভাগ নিয়ে ইতোমধ্যেই প্রস্তাবিত ময়নামতি নাম নিয়ে কুমিল্লার সর্বস্তরের জনগণের আবেগ-উচ্ছাস আপনি অবলোকন করেছেন। তরুণ প্রজন্মের কন্ঠেও একই কথা- ময়নামতি নয়; কুমিল্লা নামেই বিভাগ বাস্তবায়নের জন্য আপনার প্রতি কুমিল্লাবাসী আকুল আবেদন জানিয়েছে।
আপনি নিশ্চয়ই জানেন, কুমিল্লা নামের সাথে বৃহত্তর জেলার সর্বস্তরের জনগণের আবেগ-ভালোবাসা জড়িত। ইতিহাস-ঐতিহ্য জড়িত। সম্মান-শ্রদ্ধা জড়িত।
কুমিল্লাবাসীর দৃঢ় বিশ্বাস, আপনি বৃহত জনগোষ্ঠির আবেগ-ভালোবাসার কথা চিন্তা করে ময়নামতি নয়; কুমিল্লা নামেই কুমিল্লা বিভাগ বাস্তবায়নের জন্য আপনার নির্বাহী আদেশ দিয়ে কুমিল্লাবাসীকে চিরকৃতজ্ঞ করিবেন।
পরিশেষে, বঙ্গবন্ধু’র স্বপ্নের সোনার বাংলাদেশ বিনির্মানে কুমিল্লাবাসী অতীতের ন্যায় সবসময় আপনার পাশে থাকবে। আপনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি। জয় বাংলা। জয় বঙ্গবন্ধু। বাংলাদেশ চিরজীবী হোক।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আমার বাংলা ও সাপ্তাহিক শেষ সংবাদ পরিবার শহীদদের প্রতি শ্রদ্ধানিবেদন করে



মোঃসাখাওয়াত হোসেন
সিনিয়র স্টাফ রিপোর্টারঃ আমার বাংলা২৪.কম.বিডি ও স্টাফ রিপোর্টারঃ জাতীয় সাপ্তাহিক শেষ সংবাদ।
তারিখঃ ২১শে ফেব্রুয়ারি ২০১৭।

মোঃ সাখাওয়াত হোসেনঃ আজ ২১ ফেব্রুয়ারি, আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবসে ভাষার জন্য যারা জীবন দিয়েছেন জাতির সেই শ্রেষ্ঠ সন্তানদের কৃতজ্ঞচিত্তে স্মরণ করেছে দৈনিক পত্রিকা আমারবাংলা২৪.কম.বিডি ও জাতীয় সাপ্তাহিক শেষ সংবাদ পরিবার ।
আজ সকাল ৭ ঘটিকায় শহীদ দিবস উপলক্ষ্যে দৈনিক আমারবাংলা২৪.কম.বিডি ও জাতীয় সাপ্তাহিক শেষ সংবাদের সম্পাদক আশরাফ হোসেন ডালীর(সাধারণ সম্পাদক,তুরাগ প্রেসক্লাব) নেতৃত্বে আমার বাংলা ও সাপ্তাহিক শেষ সংবাদ পরিবার কামারপাড়া স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে অবস্থিত শহীদ মিনারের বেদীতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করে। শহীদ বেদীতে পুষ্পার্ঘ্য অর্পণের পর উক্ত কলেজের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশে সম্পাদক আশরাফ হোসেন ডালী  বলেন, অমর ২১শে ফেব্রুয়ারি আজ। রক্তস্নাত ভাষা আন্দোলনের স্মৃতিবহ মহান শহীদ দিবস। রাষ্ট্রভাষা বাংলার দাবি পূরণের ৬৫ বছর পূর্ণ হচ্ছে এই দিনে। বাঙালি জাতির চির প্রেরণা ও অবিস্মরণীয় এই দিনটি শুধু বাংলাদেশে নয়, সারাবিশ্বে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হবে। জাতির জীবনে শোকাবহ, গৌরবোজ্জ্বল, অহঙ্কারে মহিমান্বিত চিরভাস্বর দিন আজ। ১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারি ছিল ঔপনিবেশিক প্রভুত্ব ও শাসন-শোষণের বিরুদ্ধে বাঙালির প্রথম প্রতিরোধ এবং জাতীয় চেতনার প্রথম উন্মেষ। মাতৃভাষা বাংলার মর্যাদা রাখতে গিয়ে সেদিন বুকের রক্ত ঢেলে দিয়েছিল সালাম, রফিক, জব্বার, বরকত, সফিউররা। পৃথিবীর ইতিহাসে মাতৃভাষার জন্য রাজপথে বুকের রক্ত ঢেলে দেয়ার প্রথম নজির এটি। সেদিন তাঁদের রক্তে শৃঙ্খলমুক্ত হয়েছিল দুঃখিনী বর্ণমালা, মায়ের ভাষা। আর এর মাধ্যমে বাঙালি জাতিসত্তা বিকাশের যে সংগ্রামের সূচনা হয়েছিল, মুক্তিযুদ্ধের গৌরবময় পথ বেয়ে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের মধ্যদিয়ে তা চূড়ান্ত পরিণতি লাভ করে। একুশে ফেব্রুয়ারি তাই বাঙালির কাছে চির প্রেরণার প্রতীকে পরিণত হয়েছে।


সংক্ষিপ্ত বক্তব্যের শেষে মুর্হতে সম্মানিত সম্পাদক আমার বাংলা ও সাপ্তাহিক শেষ সংবাদ পরিবার,ভক্ত ও পাঠকবৃন্দুকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে শহীদ দিবসের অনুষ্ঠান সমাপ্ত ঘোষনা করেন।




উত্তরা হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের বার্ষিক শিক্ষা সফর-২০১৭ অনুষ্ঠিত



মোঃসাখাওয়াত হোসেন
সিনিয়র স্টাফ রিপোর্টারঃ আমার বাংলা২৪.কম.বিডি ও স্টাফ রিপোর্টারঃ জাতীয় সাপ্তাহিক শেষ সংবাদ।
তারিখঃ১১ই ফেব্রুয়ারি ২০১৭।

মোঃ সাখাওয়াত হোসেনঃ উওরা হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের বার্ষিক শিক্ষা সফর ২০১৭ অনুষ্ঠিত হয়।
আজ শুক্রবার সকালে থেকে বিকাল পর্যন্ত ডিয়াবাড়ীর নর্থ পয়েন্টে উওরা হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ কলেজের শিক্ষা সফরের আয়োজন করা হ্য়।
সকাল ৭টার মধ্যে কলেজের অধ্যক্ষ আন্তজাতিক খ্যাতি সম্পন্ন চিকিৎসক ডাঃ এম. এ. কাদেরের নেতৃর্তে কলেজের সকল শিক্ষক-শিক্ষিকা ও ছাত্রছাত্রীবিন্দুকে সুশৃখ্লভাবে লাইনে দাড়িয়ে কলেজ প্রাঙ্গন থেকে শিক্ষা সফরে যাওয়ার উদ্দ্যেশে বাসেসমূহে উঠান হয়।বাসের মধ্যেই সকালের নাস্তা খাওয়া সম্পন্ন করে শিক্ষা সফরে আগত শিক্ষকশিক্ষিকা ও ছাত্রছাত্রীবিন্দু । কলেজ প্রাঙ্গন থেকে সকাল ০৮টার মধ্যেই ডিয়াবাড়ীর নর্থ পয়েন্টে পৌছায় বাসসমূহ। নর্থ পয়েন্টে পৌছানোর পর পরই অধ্যক্ষ মহোদয়ের সংক্ষিপ্ত বক্তিতার মধ্যদিয়ে অনুষ্ঠান শুরু হয়।
নর্থ পয়েন্টে আগত শিক্ষকশিক্ষকা ও ছাত্রছাত্রীবিন্দু দুপুর পর্যন্ত বিভিন্ন ধরনের খেলাধুলায় অংশগ্রহন করে।দুপুর ১২টার মধ্যে খেলাধুলা শেষ করে দুপুর ২টা পর্যন্ত নামাযের বিরতি দেয়। ৩টার মধ্যে দুপুরের মধ্যান্হ ভোজ শেষ করে সাংস্কৃতিক কার্যক্রম শুরু করে। সাংস্কৃতিক কার্যক্রমের মধ্যে উল্লেখযোগ্য হল নাচ,গান,কবিতা,কৌতুক,কুইজ প্রতিযোগিতা ও বিশেষ আকর্ষন যেমন খুশি তেমন সাজো।উক্ত শিক্ষা সফরের মধ্যান্হ ভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বিশেষ অথিতি ছিলেন বাংলাদেশ হোমিওপ্যাথিক বোর্ডর সম্মানিত রেজিষ্টার মোঃজাহাঈীর আলম।
বিকাল ৫টার মধ্যে খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বিজয়ী প্রতিযোগিদের পুরষ্কার বিতরণ করেন কলেজের অধ্যক্ষ ও বাংলাদেশ হোমিওপ্যাথিক বোর্ডর সম্মানিত রেজিষ্টার মোঃজাহাঈীর আলম।
শিক্ষা সফর সুন্দর ভাবে পরিচালনা করায় কলেজের সকল শিক্ষক-শিক্ষিকা ও ছাত্রছাত্রীবিন্দুকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠান সমাপ্ত করেন উওরা হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের অধ্যক্ষ ডাঃ এম. এ. কাদের।

বি.জি. ক্লাব বাইক ভ্রমণ করে ঢাকায় ফিরেছে


 মোঃসাখাওয়াত হোসেন
সিনিয়র স্টাফ রিপোর্টারঃ আমার বাংলা২৪.কম.বিডি ও স্টাফ রিপোর্টারঃ জাতীয় সাপ্তাহিক শেষ সংবাদ।
তারিখঃ২৯শে জানুয়ারি ২০১৭।

মোঃ সাখাওয়াত হোসেনঃ বি.জি. ক্লাবে বাইকাররা ভ্রমণ করে ঢাকায় ফিরেছে । ঢাকা টু বাংলাবান্ধা গত ২১শে জানুয়ারি সকাল ৭.৩০টায় বি.জি. ক্লাবের (বাইকার জেনারেশন) সদস্যগন ঢাকার উত্তরা থেকে পঞ্চগড়ের বাংলাবান্ধা “জিরো পয়েন্ট” পর্যন্ত বাইক ভ্রমণ করে। পঞ্চগড়ের বাংলাবান্ধা যাওয়ার পথে প্রথমদিন বগুড়ায় দুপুর ২.০০টায় যাত্রাবিরতি নেয় বি.জি. ক্লাবের সদস্যগন । যাত্রাবিরতিতে তারা বগুড়ার ঐতিহাসিক মহস্থানগড় ভ্রমণ করে। ২২শে জানুয়ারি সকাল ১১.০০টায় পঞ্চগড়ের উদ্দেশ্যে রওনা হয়ে বিকাল ৫.০০টায় পঞ্চগড়ে গিয়ে আবার যাত্রাবিরতি নেয়। ২৩শে জানুয়ারি যাত্রাবিরতিতে পঞ্চগড়ের ঐতিহাসিক রাজা পিত্তিলালের দিঘী ও ইন্ডিয়ার বর্ডার ঘুরে দেখে। সকাল ১১.০০ টায় তারা তেতুলিয়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। বি.জি. ক্লাবের সদস্যগন তেতুলিয়ায় গিয়ে পৌছে বিখ্যাত তেতুল গাছতলাসহ দেশের একমাত্র অর্গানিক চা বাগান প্রর্দশন করে ও অর্গানিক চা পান করে দেখেন। ২৩শে জানুয়ারি দুপুর ৩.০০টায় বি.জি. ক্লাবের সদস্যগন তাদের কাঙ্ক্ষিত গন্তব্য বাংলাবান্ধার “জিরো পয়েন্টে” গিয়ে পৌছে। ভ্রমণের স্মৃতি স্বরূপ বাংলাবান্ধাসহ পূর্ববর্তী সকল স্থানে মোবাইল ও ক্যামেরায় দর্শনীয় স্থানের ছবি তোলে। ওইদিন দুপুরেই বাংলাবান্ধা থেকে রওনা হয়ে পঞ্চগড় শহরে দুপুরের মধ্যাহ্ন ভোজ বিরতি নিয়ে আবার দিনাজপুরের উদ্দেশ্যে রওনা হয়ে রাত ৮.৩০ দিনাজপুরে পৌছে। ২৪ জানুয়ারি সকালে দিনাজপুরের বিখ্যাত কান্তজীর মন্দিরসহ নয়াআবাদ জামে মসজিদ ঘুরে দেখে ও মসজিদে যোহরের নামাজ পড়ে বিজি ক্লাবের সদস্যগন ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। পথে তারা দুপুরের খাবার ও চা বিরতি নেয় বগুরাতে এবং রাত ১১টায় তারা তাদের প্রায় ১১০০ কিলোমিটার বাইক ভ্রমন শেষে ঢাকা এসে পৌছায়।
২০১৬ সালের ১৬ই ডিসেম্বর রাজধানী ঢাকার অদূরে উত্তরায় বাইক ভ্রমণ পিপাশু একজাঁক তরুণের হাত ধরে বি.জি. ক্লাবের (বাইকার জেনারেশন) প্রতিষ্ঠা হয়। ইতিপূর্বে বি.জি. ক্লাব মোটরবাইকে টেকনাফ, রাঙ্গামাটি, খাগড়াছড়ির সাজেকভ্যালি সহ বাংলাদেশের বিভিন্ন ঐইতিহাসিক জায়গা ভ্রমণ করে।
ক্লাবের ইভেন্ট অর্গানাইজার মোঃ আশাদুর রহমান বলেন, ভবিষ্যতে বি.জি. ক্লাব বাইকের মাধ্যমে সারা বাংলাদেশে ভ্রমণ করতে চান এবং টাকা খরচ করে বিদেশ না গিয়ে সবাইকে সুন্দর এই বাংলাদেশ ঘুরে দেখার জন্য আহবান জানাতে চান। এছাড়াও ক্লাবের সদস্যগন ভবিষ্যতে সমাজসেবামূলক কাজ করার জন্য পরিকল্পনার কথা বলেন।
মি.রহমান বলেন, বাইকপ্রেমী যে কেউ এই ক্লাবের সদস্য হতে চাইলে ক্লাবের কিছু শর্তাবলী মেনে সদস্য হতে পারবে।  বি.জি. ক্লাবের সদস্যগনের মধ্যে রয়েছেন সভাপতি রাজু হাওলাদার, সহ-সভাপতি শাকিল আহমেদ, ফটোগ্রাফার শরিফুল ইসলাম সজিব। অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছে শহীদ,বাবু, উল্লাশ, অনিক, মানিক, তুষার, শাকিল, মাহী, রাসেল, মেহেদি, সাব্বির, ফয়সাল। যাদের সবাই ঢাকা টু বাংলাবান্ধায় বাইকের মাধ্যমে ভ্রমণ করে এসেছেন।
ভ্রমণের সার্বিক সহযোগীতা ও দিকনির্দেশনা দেওয়ায় পঞ্চগড়ের বড়ভাই কেফায়েত উল্লাস বুলবুল ভাইকে বি.জি. ক্লাবের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানায়।

হিজড়া উন্নয়ন সংস্থার উদ্যেগে দরিদ্র হিজড়া ও নারীদের মাঝে শীতবস্ত বিতরণ


মোঃসাখাওয়াত হোসেন
সিনিয়র স্টাফ রিপোর্টারঃ আমার বাংলা২৪.কম.বিডি ও জাতীয় সাপ্তাহিক শেষ সংবাদ।
তারিখঃ২৭শে জানুয়ারি ২০১৭।

মোঃ সাখাওয়াত হোসেনঃ হিজড়া উন্নয়ন সংস্থার উদ্যেগেই  হতদরিদ্র-নিপিড়ীত হিজড়া ও নারীদের মাঝে শীতবস্ত বিতরণ করা হয়। শুক্রবার সকাল ১০টায় রাজধানী তুরাগ থানাধীন কামারপাড়ায় রাজ্জাক মার্কেটে হিজড়া উন্নয়ন সংস্থার নিজ কার্যালয়ে ৫০জন  গরীব অসহায় দুস্থ মানুষ ও নিপিড়ীত হিজড়াদের মাঝে শীত শীতবস্ত বিতরণ করে।
শীতবস্ত বিতরণে প্রদান অতিথি ছিলেন বিশিষ্ঠ ব্যবসায়ি ও সমাজসেবক মোঃ হাসান এতে সভাপতিত্ব করেন হিজড়া উন্নয়ন সংস্থার চেয়ারম্যান হাজী কচি বেগম ।
সভাপতির বক্তব্যে হাজী কচি বেগম বলেন, মানবতাবোধ জাতি – ধর্ম – বর্ণ – শত্রু – মিত্র – সম্মান -অসম্মান – ধনী – গরীব – ভাল – মন্দ – স্বার্থ কোনটার ই মুখাপেক্ষী নয় …ভাল – মন্দ , ঠিক – বেঠিক এসব কে মানুষ আপেক্ষিক বলে উড়িয়ে দেয় কিন্তু সার্বজনীন বলে একটা কথা আছে … কারো মন্দ করে বা কারো অমঙ্গল করে যে ভাল ঘটা তা তো স্বার্থে ঘেরা … সেই স্বার্থপরতার কথা মানবতার আওতায় আসতে পারে না …স্বার্থ ভুলে অন্যের কষ্ট কে নিজের কষ্ট ভেবে নিপীড়িত মানুষ এর পাশে গিয়ে তাদের কে সাহায্য করতে পারার নামই মানবতা …প্রতিটা মানুষ কে মানবতার দৃষ্টি দিয়ে দেখতে পারা, ভালবাসতে পারা , সম্মান করতে পারা , সুখে দুঃখে সাহায্য করতে পারা, সততার সাথে নিরপেক্ষ ভাবে ন্যায় করতে পারা, অন্যায় কে প্রতিহত করতে পারা -শুনতে এবং বলতে সহজ কিন্তু বাস্তব জীবনে তার প্রয়োগ কঠিন থেকে কঠিনতর যা কে আয়ত্ত করতে হয় অধ্যবসায় দিয়ে, মানবতাবোধ থেকে যে যার অবস্থান থেকে আর্ত নিপীড়িত জনের যথাসম্ভব উপকারে আসার জন্য ই আমরা সমাজের  দরিদ্র হিজড়াদের ও গরীব অসহায় দুস্থ নারীদের মাঝে শীতবস্ত  বিতরণ কার্যক্রম পরিচালনা করছি এক হয়ে। যা প্রতিবছরই চেষ্টা করে যাচ্ছি , এবার ও তার ব্যাতিক্রম ঘটেনি।
অনুষ্ঠানের সার্বিক পরিচালনায় ছিলেন হিজড়া উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক আশরাফ হোসেন ডালী । উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হিজড়া উন্নয়ন সংস্থার নেতৃবৃন্দ ।





সূত্রঃhttp://amarbangla24.com.bd/2017/01/%E0%A6%B9%E0%A6%BF%E0%A6%9C%E0%A7%9C%E0%A6%BE-%E0%A6%89%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A8%E0%A7%9F%E0%A6%A8-%E0%A6%B8%E0%A6%82%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%A5%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%89%E0%A6%A6%E0%A7%8D/




মানুষের জন্য ভালোবাসা ফাউন্ডেশনের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উদ্‌যাপন

মোঃসাখাওয়াত হোসেন
স্টাফ রিপোর্টারঃ আমার বাংলা২৪.কম.বিডি ও জাতীয় সাপ্তাহিক শেষ সংবাদ।
তারিখঃ ১১ই নভেম্বর ২০১৬।

মোঃ সাখাওয়াত হোসেনঃ মানুষের জন্য সেবা করার আহ্বান জানান কবি কাজী রোজী, এমপি, (সদস্য,লাইব্রেরি কমিটি, বাংলাদেশ জাতীয় সংসদ)। মানুষের জন্য ভালোবাসা ফাউন্ডেশনের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকীর প্রধান অতিথির বক্তিতায় তিনি একথা বলেন।
শুক্রবার বিকাল ৪ ঘটিকায় বিশ্ব সাহিত্য কেন্দ্রে সেচ্ছাসেবী ও মানবিক সংগঠন মানুষের জন্য ভালোবাসা ফাউন্ডেশন পথ শিশুদের জীবন মান উন্নয়নে আমদের করণীয় শীর্ষক আলোচনা তিনি এ মন্তব্য করেন।
আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন, পীরজাদা শহীদুল হারুন(অতিরিক্ত সচিব,অর্থ মন্ত্রণালয়,গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার), প্রাকৃতজ সামিম রুমি টিটন (বিশিষ্ট লেখক,গায়ক,সুরকার, গীতিকার,কবি ও গবেষক), আলহাজ্বা সাদিকুর রহমান বকুল (প্রকাশক ও সম্পাদক দৈনিক আজকের নতুন খবর), সৈয়দা নাসিমা হায়দার রউফ (মহিলা বিষয়ক সম্পাদক,বাংলাদেশ আওয়ামী ওলামালীগ,কেন্দ্রীয় কমিটি), দেলয়ার হোসেন সওদাগর (বিশিষ্ট শিল্পপতি,চেয়ারম্যান জয় গ্রুপ), এ্যাড.মোহাম্মদ সাঈদুল হক সাঈদ (চেয়ারম্যান ও নির্বাহি পরিচালক,হিউমান রাইটস রিভিউ সোসাইটি), রবিন আহম্মেদ (সিইও,আরিয়ান গ্রুপ), হাজী মোঃ মিজানুর রহমান মুন্না (পরিচালক হজ্ব ও ওমরা-মিজান এয়ার ইন্টারঃএম আলী ইন্টারঃ ট্রাভেলস্), মোঃ আল নুমান (আউটরিচ এডুকেশন কনসালটেন্সি), মোঃ আশরাফ হোসেন ডালী (সম্পাদক জাতীয় সাপ্তাহিক শেষ সংবাদ), মোঃ আলমগীর কবির  প্রমুখ (নির্বাহী সদস্য,বৃহওর ময়মনসিংহ সিএন্ডএফ এমপ্লোয়ীজ ফোরা্‌ম,ঢাকা)।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আবুল কালাম আজাদ (সাধারণ সম্পাদক,বৃহওর ময়মনসিংহ সিএন্ডএফ এমপ্লোয়ীজ ফোরাম)। অনুষ্ঠানের সার্বিক পরিচালনায় ছিলেন মোঃ মুরাদউজ্জামান (প্রতিষ্ঠাতা সভাপতি, মানুষের জন্য ভালোবাসা ফাউন্ডেশন)। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন মোঃ রাসেল মিয়া (ব্যবস্থাপনা সম্পাদক,দৈনিক আজকের প্রভাত)।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মানুষের জন্য ভালোবাসা ফাউন্ডেশনের ভক্ত অনুরাগীসহ প্রিন্ট,ইলেক্টনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দু।
মানুষের জন্য ভালোবাসা ফাউন্ডেশনের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে উপস্থিত সকলকে নিয়ে কেক কাটেন মানুষের জন্য ভালোবাসা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ মুরাদউজ্জামান । কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন অনুষ্ঠানের সভাপতি আবুল কালাম আজাদ।